{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ডাকসু: ২০০০ পুলিশের ঘেরাটোপে হবে ভোট

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন দুই হাজার ৯৬ জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াত টিম, বিশেষায়িত ইউনিট, সাদা পোশাকধারী ডিবি পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য দায়িত্বে থাকবেন।’

কমিশনার আরও জানান, ‘নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, ভোট চলাকালীন কোনো বড় ঘটনা ঘটবে না। এই সুরক্ষা ব্যবস্থা ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজনে সময় বৃদ্ধি করা হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৮টি চেকপোস্ট, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, মোবাইল পেট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি, সিসিটিভি মনিটরিং এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করবে।’

ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, ‘আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। কোনো ব্যক্তি নিজের হাতে আইন প্রয়োগ করতে পারবে না। নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা পুলিশকে জানাতে হবে।’

তিনি আরও জানান, জাল আইডি কার্ড তৈরি এবং সাইবার বুলিয়িং প্রতিরোধে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত তথ্য ছড়ানো নিয়ন্ত্রণের বিষয়টিও আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি,’ যোগ করেন তিনি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন