ঈশ্বরদীতে নুরাল পাগলার লাশ পোড়ানোসহ মাজারে হামলার প্রতিবাদে সমাবেশ
![]()  | 
| নুরাল পাগলার লাশ পোড়ানো ও মাজারে হামলার নিন্দায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারী। মঙ্গলবার, ঈশ্বরদী শহরের স্টেশন রোডে | ছবি: পদ্মা ট্রিবিউন | 
বৃষ্টি উপেক্ষা করে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে আগুনে পোড়ানো, পাশাপাশি সারাদেশে বিভিন্ন মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় বাসটার্মিনালে সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব সংলগ্ন স্টেশন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির সভাপতি রেজাউল করিম। সঞ্চালনা করেন আয়নুল হক।
সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, মাওলানা আবু বক্কর সিদ্দিকী, জয়নাল আবেদীন, হাফিজুর রহমান হাফিজ, রিপন, ডা. ইউনুস আলী, আব্দুস শহীদ, বাবু হোসেন, রজব আলী, আশরাফ আলী, কমল মন্ডল ও আবুল কালাম আজাদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন