চাঁদপুরে গাড়িতে আগুন
![]() |
| ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁদপুরের মতলব উত্তরে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপা পাতালিয়া এলাকায় বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ৯৯৯-এ খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। গাড়িতে তখন শুধুমাত্র চালকই ছিলেন।
দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, '৯৯৯-এ খবর পেয়ে সোয়া ১১টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়ির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'

Comments
Comments