[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সমস্যার কথা শুনতে প্রতি মাসে অংশীজনদের সঙ্গে বসবে এনবিআর

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা | ছবি: পদ্মা ট্রিবিউন

এখন থেকে প্রতি মাসে একবার ব্যবসায়ীদের সমস্যার কথা শুনবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ নামে এ অনুষ্ঠান আয়োজন করবে এনবিআর। ১০ সেপ্টেম্বর প্রথম সভা হবে।

আজ এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য সহজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এনবিআর সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর ও ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ে তাঁদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে জানাতে পারবেন। এতে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে তা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে এনবিআর।

১০ সেপ্টেম্বর বুধবার বেলা ৩টায় আগারগাঁওয়ের এনবিআরে মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নম্বর-৩০১) প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় যেসব ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক, তাঁদের গুগল ফরমটি পূরণ করে পাঠানোর জন্য এনবিআর অনুরোধ করেছে। 

গুগল ফরমটি হলো: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdbl6kKrDgmMyLOKdstizekaUPSDxH5pcNMBpyYQgTi77Appg/viewform?usp=sharing&ouid=111669838649691608642

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন