পূজার সাজে বৈচিত্র্য: শাড়ি থেকে স্কার্ট, থাকছে সব আয়োজন
পূজার সংগ্রহে এবার নির্দিষ্ট কোনো রং প্রাধান্য পায়নি; বরং নানা রঙের ব্যবহারে পুরো উৎসবেই চলে আসবে ভিন্ন আমেজ।
প্রকাশঃ
শাড়িতে চিরায়ত রং
শাড়িতে ফুল
![]() |
| হেলিকোনিয়া ফুলের নকশায় সাজানো শাড়ি। ১৪ হাতের সেমিমসলিন শাড়িতে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের নকশা। যেকোনো অনুষ্ঠানেই মানানসই | মডেল: মৃদুলা, সাজ: পারসোনা। ছবি: পদ্মা ট্রিবিউন , শাড়ি: আর্টেমিস |
কামিজে আরাম
স্কার্টে স্টাইলিশ
লিনেনে সারা দিন
![]() |
| এই পোশাকে প্রাধান্য পেয়েছে আরাম। লিনেন উপকরণের এ পোশাক গরমের জন্য মানানসই | সাজ: পারসোনা, ছবি: পদ্মা ট্রিবিউন , পোশাক: ঈহা |
পোশাকে পদ্মফুল
![]() |
| এ লাইন কাটের পোশাকটিতে তুলে ধরা হয়েছে পদ্মফুলের নকশা | সাজ: পারসোনা, ছবি: পদ্মা ট্রিবিউন , পোশাক: টুয়েলভ |
কাফতানে সহজাত
![]() |
| কাফতান-কাট টপের সঙ্গে পালাজ্জো প্যান্ট। নরম জর্জেটের ওপর এমব্রয়ডারির কাজ নজর কাড়ে | সাজ: পারসোনা, ছবি: পদ্মা ট্রিবিউন , পোশাক: লা রিভ |








একটি মন্তব্য পোস্ট করুন