[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩ মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমানবাহিনীর সদস্যরা | ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাসের সৌজন্যে

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স–সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া পর্যবেক্ষণ করেন।

দুর্যোগ মোকাবিলা ও মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার ও আঞ্চলিক অংশীদারত্ব বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে গত সোমবার এই মহড়া শুরু হয়েছে। সপ্তাহব্যাপী মহড়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ৯২ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ৯০ জন সদস্য, শ্রীলঙ্কা বিমানবাহিনীর দুজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদারেরা অংশ নিয়েছেন।

চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩ মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিমানবাহিনীর সদস্যরা | ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাসের সৌজন্যে 

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় আজ বুধবার এক ই–মেইলে বলেছেন, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এই মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা।

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩ মহড়া পর্যবেক্ষণ করেন | ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাসের সৌজন্যে 

মার্কিন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫–৩ মহড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে। বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এই মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধি করে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে।

আরও পড়ুন

চট্টগ্রামে মার্কিন সামরিক বিমান এসেছে ‘মহড়ায় অংশ নিতে’

বিস্তারিত পড়ুন   
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন