জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: সারজিস আলম
![]() |
সুনামগঞ্জে দলের জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, 'জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্ট শক্তির বিচার ও নতুন সংবিধান ছাড়া তাদের দল নির্বাচনে যাবে না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এসব প্রস্তাব বাস্তবায়ন না হলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। আগামীর বাংলাদেশে জনগণকে বাদ দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না।'
বুধবার দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা করি। তবে শুধু তাঁকে নয়, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলছি—ভারতের আধিপত্য মেনে নিয়ে আর বাংলাদেশে রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদে কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ একসময় বিএনপি, জামায়াত ও ছোট ছোট দল নিয়ে ঠাট্টা করত, এখন সেই পরিণতি নিজেরাই ভোগ করছে।’
এনসিপি নেতা আরও বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাই ভবিষ্যতের বাংলাদেশে তাদের অংশগ্রহণে কোনো জাতীয় নির্বাচন হবে না। আওয়ামী লীগের দলীয় বিচার হবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কোনোদিন একসঙ্গে চলতে পারে না।’
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আখতার হোসেন ও ডা. তাসনিম জারা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন, তার দায় সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান সারজিস আলম।
একটি মন্তব্য পোস্ট করুন