{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ভাতিজি সভাপতি না হওয়ায় ক্ষোভ, প্রধান শিক্ষককে পিটিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঝিনাইদহ

মারধরে আহত শিক্ষক মিজানুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন     

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন স্থানীয় এক ব্যক্তি। রোববার সকালে বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, সকালে তিনি স্কুলে যাচ্ছিলেন। রাস্তা থেকে স্কুলের মাঠে প্রবেশ করবেন, ঠিক এই সময়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আনোয়ার হোসেনের ভাই বাবুল হোসেন এসে রড ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালান। এরপর স্কুলের অন্য শিক্ষকেরা তাঁকে (মিজানুর রহমান) হাসপাতালে নিয়ে যান।

মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেনের মেয়ে ঊর্মি খাতুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন। বিদ্যালয় থেকে তিনবার তাঁর নাম পাঠানো হয়। কিন্তু যেকোনো কারণে তিনি সভাপতি হননি। অন্য একজন সভাপতি হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হন। আনোয়ার হোসেন ও তাঁর ভাই বাবুল হোসেন তাঁর (মিজানুর রহমান) কাছে কয়েক দিন থেকে ১ লাখ টাকা দাবি করে আসছিলেন। আজ হঠাৎ হামলা করলেন।

বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসাইন বলেন, ‘সকালে অফিসকক্ষে বসে ছিলাম। হঠাৎ দেখি, প্রধান শিক্ষক রক্তাক্ত শরীরে আসছেন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’

আহত মিজানুর রহমান ঝিনাইদহ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জানান, তিন দিন আগে বিদ্যালয়ের নতুন কমিটি গঠিত হয়েছে। ইউপি সদস্য আনোয়ার হোসেনের মেয়ে ঊর্মি খাতুনকে এই বিদ্যালয়ের সভাপতি বানানোর চেষ্টা করা হয়েছিল, তিনবার নাম পাঠালেও তিনি হতে পারেননি। মূলত সেই কারণেই প্রধান শিক্ষকের ওপর তাঁদের ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই প্রধান শিক্ষকের ওপর তাঁরা হামলা চালিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য বাবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বড় ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘তিনি তো (প্রধান শিক্ষক) ভালো লোক নন। আমার মেয়েকে সভাপতি করতে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে, এ জন্য খরচ হচ্ছে—এ কথা বলে তিনি আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছেন। এখন সভাপতি করতে পারেননি, তাই টাকা ফেরত চাওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ সময় মোটরসাইকেলে ছিল আমার ভাই। ওই মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রধান শিক্ষক কিছুটা আহত হয়েছেন।’

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ রউফ খান জানান, এ বিষয়ে তাঁরা একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন