বান্দরবানে ধর্ষণের অভিযোগে সালিসে সমাধান চেষ্টায় বিতর্ক
![]() |
ধর্ষণ | প্রতীকী ছবি |
বান্দরবানে রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার ভোরে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন ক্যহ্লা ওয়াং মারমা (১৯), উহাইসিং মারমা (২০) ও একজন কিশোর। তিনজনই উপজেলার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, ওই ছাত্রী রাতে এক ব্যক্তির কাছে পড়তে যায়। সেখানে থেকে ফেরার পথে বিভিন্ন সময়ে পাঁচ কিশোর-তরুণ তাকে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে সালিস বৈঠক হয়। সালিসে অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা চিকিৎসা খরচ এবং ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন—এমন সিদ্ধান্ত হয়। ধর্ষণের অভিযোগ সালিসে ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি জানাজানি হলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের তিনজনকে আটক করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য সালিসের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ছাত্রীর পরিবার মামলা করতে না চাওয়ায় সালিসে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ধর্ষণের বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। ধর্ষণে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ধর্ষণের শিকার ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
একটি মন্তব্য পোস্ট করুন