[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১৭ জন যাত্রী নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠের বিশেষ ট্রেন ভাঙ্গা ছাড়ল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ফরিদপুর

ফাইল ছবি 

রাজধানীতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি যখন ছেড়ে যায়, তখন সেটিতে যাত্রী ছিলেন ১৭ জন। যাত্রী ছাড়াও ওই ট্রেনে রেলওয়ে পুলিশের পাঁচজন সদস্য ছিলেন।

ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির শিবচর, পদ্মা, মাওয়া ও শ্রীনগর স্টেশনে থেকে যাত্রী উঠানোর কথা।

ভাঙ্গা রেলস্টেশন সূত্র জানায়, ট্রেনটি বেলা ১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা। বিশেষ ট্রেনটি সন্ধ্যা সাতটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসবে এবং রাত সাড়ে ৮টার মধ্যে ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছানোর কথা।

ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, বিশেষ ট্রেনটি সাড়ে ১১টায় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ১৭ জন। ছয় বগির ওই ট্রেনে আসনসংখ্যা ৬৭৬।

স্টেশনমাস্টার আরও বলেন, এখান থেকে যাওয়ার জন্য কোনো সমন্বয়ক কিংবা ছাত্র তাঁদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করেননি। তিনিও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বিশেষ ট্রেনটি নির্ধারিত সময়ে ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশন ছেড়ে যায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের সাবেক মুখপাত্র অবন্তিকা দাশ জানান, শ্রীনগর স্টেশন থেকে ১০ জন ও মাওয়া স্টেশন থেকে ১৫ জন ওই ট্রেনে উঠেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন