[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি খুলনা

ছুরিকাঘাত | প্রতীকী ছবি

খুলনা নগরের সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন ওরফে টগর (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় রঙের কাজের ঠিকাদার ছিলেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারীদের ছুরিকাঘাতে মনোয়ারের বুকের ডান পাশে আঘাত লাগে। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বাবা জামাল হাওলাদার বলেন, ‘রাতে টগর আমাকে বলে, “বাবা, গেটে কারা যেন এসেছে, দেখে আসো।” আমি দরজা খুলে দেখি তিন যুবক দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলে তারা বলে, টগর তাদের চেনে। একজন টগরের পাশে বসে, আরেকজন দাঁড়িয়ে ছিল। আমি টগরের স্ত্রীকে ডাকতে যাই। এর মধ্যেই টগরের চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সে মেঝেতে পড়ে আছে। ঘরে যারা ঢুকেছিল, তারা পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন, সে আর নেই।’

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, রাতে তিন যুবক মনোয়ারের ঘরে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা মনোয়ারের পূর্বপরিচিত। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন