[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাগেরহাট

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ভারতীয় একটি ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করে নৌবাহিনী | ছবি: পদ্মা ট্রিবিউন   

বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ১৪ ভারতীয় জেলেকে একটি মাছ ধরার ট্রলারসহ আটক করেছে নৌবাহিনী। শনিবার রাতে মোংলা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সমুদ্র থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী তাঁদের আটক করে।

আটক জেলে ও এফবি পারমিতা নামের ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ আজ রোববার সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে। মোংলা পৌঁছানোর পর ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এ ছাড়া ওই জেলেদের মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্য জানিয়ে মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, বেআইনিভাবে এ দেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে মোংলা থানায় মামলা করা হবে। এরপর সোমবার সকালে ওই জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি নামের দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন