[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড়ির উঠানে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি লোহাগাড়া

লাশ | প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই কিশোরের নাম মো. তাওসিফ। সে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল প্রথম আলোকে বলেন, মারা যাওয়া কিশোর মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানেই তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ আমিন প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন