[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শ্রীপুর

আগুনে পুড়ে মারা যাওয়া মারুফা আক্তার এবং এ ঘটনার পর পলাতক হওয়া তাঁর স্বামী মিজানুর রহমান | ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ একটি কক্ষ থেকে মারুফা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে ও একই গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয় লোকজন বলেন, মারুফা একসময় প্রবাসে থাকতেন। প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর মিজানুর রহমানকে বিয়ে করেন তিনি। তাঁর আগের সংসারের এক মেয়ে ও এক ছেলে আছেন। ছেলে ও মেয়ে দুজন অন্যত্র থাকেন।

স্বজনেরা জানিয়েছেন, পাশাপাশি টিন শেডের দুটি কক্ষের একটিতে থাকতেন মারুফা ও মিজানুর। রাত আড়াইটার দিকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের বাসিন্দারা এগিয়ে যান। গিয়ে দেখতে পান, ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শরীরের কিছু অংশ পুড়ে যাওয়া মারুফার নিথর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতরে সব আসবাব ও বিছানা পুড়ে গিয়েছিল।

মারুফার জামাতা আবদুল মোতালেব মুঠোফোনে বলেন, ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান তাঁর শাশুড়িকে ভুয়া কাবিননামার মাধ্যমে ব্ল্যাকমেল করেছিলেন। এমনকি কিছুদিন আগে মারুফার এক ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছিলেন তিনি। মিজানুর এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁদের ধারণা, মারুফার শরীরে আগুন লাগিয়ে মিজানুর বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে শরীরে আগুন দিয়ে ও মাথায় আঘাত করে মারুফার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপর বাইরের দিক থেকে তালা লাগিয়ে অভিযুক্ত মিজানুর রহমান পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন