পদ্মা ট্রিবিউন ডেস্ক

রাজশাহী কলেজ  | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২০২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে মোট ৫০০জন ছাত্রছাত্রী  ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

# ভর্তির ১ম পর্যায়ে আবেদনের তারিখ: ১১/০৮/২০২৫ পর্যন্ত।

আবেদনের ন্যূনতম যোগ্যতা—

আবেদনকারীদের ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

১.বিজ্ঞান বিভাগ:

বাংলা ভার্সন– বিজ্ঞান শাখায় ভর্তি হতে লাগবে–ন্যূনতম জিপিএ ৫.০০,
শর্ত: বিজ্ঞান গ্রুপের মোট ৩০০ আসন সংখ্যার বিপরীতে বিভিন্ন কোটায় আবেদনের ক্ষেত্রেও ন্যূনতম প্রাক-যোগ্যতা হতে হবে জিপিএ ৫.০০। আসন সংখ্যা ৩০০টি।

২. মানবিক বিভাগ:

বাংলা ভার্সন– মানবিক শাখায় ভর্তি হতে লাগবে–
মানবিক থেকে মানবিকে জিপিএ ৪.৫০,
বিজ্ঞান থেকে মানবিকে জিপিএ ৪.৫০,
ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে জিপিএ ৪.৫০।
শর্ত: মানবিক গ্রুপের মোট ১০০ আসন সংখ্যার বিপরীতে বিভিন্ন কোটায় আবেদনের ক্ষেত্রেও ন্যূনতম প্রাক-যোগ্যতা থাকতে হবে জিপিএ ৪.৫০। আসন সংখ্যা ১০০টি।

৩. ব্যবসায় শিক্ষা বিভাগ:

বাংলা ভার্সন–ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে লাগবে–
ব্যবসায় শিক্ষা থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫০,
বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫০,
মানবিক থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫০।
শর্ত: মানবিক গ্রুপের মোট ১০০ আসন সংখ্যার বিপরীতে বিভিন্ন কোটায় আবেদনের ক্ষেত্রেও ন্যূনতম প্রাক-যোগ্যতা থাকতে হবে জিপিএ ৪.৫০। আসন সংখ্যা ১০০টি।

আবেদন করার পদ্ধতি —

১. একাদশ শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা

২.  অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ২২০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি—

১. ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এস.এস.সি. বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

২. কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ৯৩% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

৩. শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের জন্য ১% এবং অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ১% সহ মোট ২% আসন মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নুন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশী হয় সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।

৪. আবেদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তাঁর একধাপ উপরের উর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

৫.মুক্তিযোদ্ধা বা  শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণ পত্র বা  গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। মুক্তিযোদ্ধা বা  শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা পাওয়া না গেলে মেধা তালিকা থেকে উক্ত আসনে ভর্তি করা হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://rc.gov.bdhttps://rc.edu.bd