[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কে ৮ ঘণ্টার পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাঙামাটি

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসের কারণে আট ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। রোববার সকালে ৯ কিলো এলাকায়  | ছবি: স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে নেওয়া

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের আট ঘণ্টা পর সড়ক থেকে স্তূপ হয়ে থাকা মাটি সরানো হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সড়কে ধসে পড়া মাটি পরিষ্কারের পর কাদামাটি রয়ে গেছে। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছে বলে চালকেরা জানিয়েছেন।

যানবাহন চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সারা রাত ভারী বৃষ্টি হয়। বৃষ্টির কারণে বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করেন। টানা আট ঘণ্টা কাজ করে বেলা তিনটার দিকে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো সম্ভব হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে সড়কে পড়ে থাকা কাদা ও পলি সরানো সম্ভব হয়নি। ওই এলাকায় বৃষ্টি হলে আবারও পাহাড়ধসের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

৯ কিলো এলাকার বাসিন্দা সমর জ্যোতি চাকমা বলেন, সড়ক থেকে ধসে পড়া মাটি সরানো হয়েছে ঠিকই। কিন্তু ঝুঁকি রয়ে গেছে। ধসে পড়া স্থানে আবারও যেকোনো মুহূর্তে পাহাড়ধসের ঘটনা ঘটতে পারে। তা ছাড়া সড়ক থেকে পরিষ্কার করে মাটি সরানোর পরও কাদার কারণে সড়ক পিচ্ছিল হয়ে উঠেছে।

খাগড়াছড়ি সওজ নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান  বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসের মাটি সরানো হয়েছে। তিনটার দিকে যান চলাচল শুরু হয়েছে। তবে বৃষ্টি হলে আবারও পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। সে জন্য চালকদের সতর্কভাবে চলাচল করতে পরামর্শ দিচ্ছেন তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন