প্রতিনিধি রংপুর
![]() |
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ সোমবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘আমি আশা করি, আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরের প্রথম থেকে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। প্রকল্পের ক্রয়প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা কাজটা চালাবেন, তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে।’
আজ সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আগে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
বিধান রঞ্জন রায় বলেন, দুটি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি হচ্ছে। বড় কর্মসূচিতে বাংলাদেশের ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মসূচির আওতায় থাকবে। আরেকটি প্রকল্প বান্দরবান ও কক্সবাজার জেলার উপজেলাগুলোয় বাস্তবায়ন করা হবে।
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার পরিবেশন করা হবে। এ কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের শিশুদের পুষ্টিঘাটতি পূরণ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ইতিবাচক হবে।
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। পরে রংপুর জেলার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষকেরা প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।