[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেনজীর আহমেদের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করার সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি অর্জন নিয়ে উচ্চতর তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় ওই কমিটির প্রতিবেদন তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী, বেনজীর আহমেদের ভর্তি ফরমে নথির ক্রমিক নম্বর ৫৪-এ নীল কালিতে ফরম পূরণ করা হয়; কিন্তু তাঁর শিক্ষাগত ডিগ্রি বিএ (পাস) ঘরে কালো কালিতে মোট নম্বর লিপিবদ্ধ করা হয়। অনুচিত সুবিধা নেওয়ার জন্য বেনজীর ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তথ্যানুসন্ধান কমিটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিবিএ রুলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েটে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক; কিন্তু বেনজীর আহমেদের সেই শর্ত পূরণ না হওয়ায় ভর্তির যোগ্যতা পূরণে ব্যর্থ হন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন