[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুরে অভিযান-তল্লাশির মাঝেই প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশঃ
অ+ অ-

চাঁদপুরের বড়ইকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কয়েক দিন ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে। তবে এর মধ্যেই ডাকাতেরা আবার সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বড়ইকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী প্রবাসী নিজাম উদ্দিন মিয়াজীর বাড়ি জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে। একতলা ওই বাড়িতে তাঁর স্ত্রী নারগিস আক্তার ও তিন সন্তান থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশ পরে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত বাড়িটির কলাপসিবল গেট ও প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর সবাইকে মারধর করে এবং চিৎকার করলে হত্যার হুমকি দেয়। ডাকাতেরা আলমারি, ওয়ার্ডরোব ও ক্যাবিনেট ভেঙে একটি আইফোন, ৮ ভরি সোনা, একটি সোনার বার, কয়েক জোড়া কানের দুল ও ১০ হাজার টাকা লুট করে। এ ছাড়া বাড়ির কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে চলে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ভোর পাঁচটার দিকে তাঁরা থানায় খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বাড়ির ফটক ও দরজার তালা ভাঙা, কক্ষগুলো এলোমেলো এবং আলমারি-ড্রয়ার ছড়িয়ে–ছিটিয়ে আছে।

নারগিস আক্তার বলেন, বাড়ির ভেতরে ১০ থেকে ১২ জন প্রবেশ করে। বাইরে আরও ৭ থেকে ৮ জন ছিল। তাদের সবার মুখে মুখোশ পরা। হাতে রামদা, ছুরিসহ অন্যান্য অস্ত্র ছিল। কাউকেই চিনতে পারেননি তিনি। ডাকাতদের মারধরে তিনি ও তাঁর ছেলেমেয়েরা আহত হয়। টাকা, সোনাসহ তাঁর প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা। মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি নিচ্ছেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান ও তল্লাশির মধ্যেও ডাকাতির ঘটনা ঘটল কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু না বলে এড়িয়ে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন