[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোর চিনিকলে ডাকাতি, নিরাপত্তারক্ষীদের বেঁধে ট্রাকে মাল লুট

প্রকাশঃ
অ+ অ-

নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা। রোববার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন   

নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার মালামাল ট্রাকে ভরে নিয়ে গেছে একদল ডাকাত।  রোববার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ বা পুলিশ।

নাটোর চিনিকলের মিল হাউজ, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগসহ বিভিন্ন স্থান থেকে নতুন-পুরোনো ধাতব মালামাল ট্রাকে তোলে নিয়ে যায় ডাকাতরা। ছবিটি রোববার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন   

নাটোর থানা ও চিনিকল সূত্রে জানা গেছে, আজ ভোরে একটি মিনিট্রাকে করে একদল ডাকাত চিনিকলে ঢোকে। তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার ভেতরে ঢোকে এবং মালামাল ট্রাকে করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা চিনিকলের কারখানায় ডাকাতি করেছে। এ সময় আনসারসহ চিনিকলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখা হয়েছিল। মালামালের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা | ছবি: পদ্মা ট্রিবিউন   

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে আছে। ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের কাজ চলছে। এ পর্যন্ত অন্তত ছয়জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদেরও করা হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন