[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেট থেকে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ‘৫০-৬০ জন’

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিলেট

সিলেট রেলওয়ে স্টেশন | ছবি: পদ্মা ট্রিবিউন   

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান উপলক্ষে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। রেলওয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

৫৪৮ আসনসংখ্যার ওই ট্রেন আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায়।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট স্টেশন ছাড়ার সময় ট্রেনটির বিভিন্ন বগিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। এর বাইরে কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী উঠানোর কথা। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে বেলা ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে চারটার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। বিভিন্ন স্টেশনে যেহেতু ট্রেনটি থামার কথা রয়েছে, সেখান থেকেও যাত্রী ওঠার কথা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন