প্রতিনিধি শ্রীপুর
![]() |
মরদেহ | প্রতীকী ছবি |
গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ বাবার মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলে। রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে মৃত্যু হয় ওই গ্রামের বৃদ্ধ হাসমত আলীর (৮৫)। তাঁর মৃত্যুর খবর শুনে জ্ঞান হারান ছেলে মো. বাবুল মিয়া (৫০)। শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. আল–আমিন বলেন, বাবা ও ছেলে দুজনেই দলিল লেখক ছিলেন। বাবা হাসমত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার তাঁর মৃত্যু হয়। এই খবর শোনার পর মাটিতে লুটিয়ে পড়েন ছেলে বাবুল মিয়া। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। পরে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়।