[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নেচে-গেয়ে আদিবাসী দিবস উদযাপন নিয়ামতপুরে

প্রকাশঃ
অ+ অ-

নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে আজ বিকেলে নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুদে শিল্পীরা  | ছবি: পদ্মা ট্রিবিউন

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু শিল্পীরা নৃত্য প্রদর্শনের মাধ্যমে আদিবাসী দিবস উদযাপন করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে এই আয়োজনটি করেছে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ।

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ- শ্লোগান নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি পত্নীতলার পরিচালক যোগেন্দ্র নাথ টপ্প্য। সভাপতিত্ব করেন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য। সঞ্চালনার দায়িত্ব পালন করেন রণজিৎ মনজির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সাদ্রী ভাষার লেখক অজিত তির্কী, বঙ্গপাল সরদার এবং নওগাঁ জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর লাকড়া।

আলোচনা সভায় যোগেন্দ্র নাথ টপ্প্য বলেন, 'আদিবাসীরা দেশের প্রাচীন জনগোষ্ঠীর অংশ। সরকারের সহযোগিতার পাশাপাশি নিজেদেরও প্রস্তুতি নিতে হবে, যাতে যোগ্যতার ভিত্তিতে জাতির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে পারি।'

আলোচনার পর বিভিন্ন এলাকার শিশু ও কিশোর নৃত্যশিল্পীরা একক এবং দলীয় নৃত্য প্রদর্শন করেন। বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা পুরস্কারও দেওয়া হয়। অনুষ্ঠান শুরুতে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন