মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের গায়ে মোড়ানো প্লাস্টিকের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৫ আগস্ট | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আহতদের কারও অবস্থাই গুরুতর নয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
![]() |
‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দগ্ধরা হলেন হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), মিশু (২৩), আবদুল্লাহ আল মিহাদ (১৭), মাহমুদুল হাসান রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যাস বেলুন অনুষ্ঠানস্থলের ওপরে থাকা তারের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশ কয়েকজন দগ্ধ হন। পরে একটি ড্রোনের বাতাসের মাধ্যমে আগুন নেভানো হয়। ‘ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ’ উদ্যাপন করার জন্য হেলিকপ্টারের আদলে এসব বেলুন তৈরি করা হয়। আগুন নেভানোর পর ২টা ২৫ মিনিটে শত শত বেলুন ওড়ানোর মাধ্যমে ‘ফ্যাসিবাদের পলায়নের ক্ষণ’ উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে থাকা এক স্বেচ্ছাসেবক বলেন, ‘বেলুনগুলো একসঙ্গে বাঁধা ছিল, সেগুলোর মধ্যে কয়েকটি হিলিয়াম ও কিছুতে সম্ভবত মিশ্র গ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের উচ্চচাপে বা আশপাশে কোনও সিগারেট বা স্পার্ক থেকেই আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে।’
এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওযা যায়নি। তবে নাম প্রকাশ না করে একজন বলেন, ‘অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। কেন এই বেলুনে আগুন লাগলো। এর পেছরে অন্য কোনও অপশক্তি রয়েছে কিনা।’
একটি মন্তব্য পোস্ট করুন