[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাকসু নির্বাচনের তিনদিন আগে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
মোহাম্মদ মামুন উর রশিদ | ছবি: তাঁর ফেসবুক আইডি থেকে নেওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ছাত্রদল সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সংগঠনের ঘোষিত প্যানেলের বাইরের একজন প্রার্থীকে সমর্থনের অভিযোগে মামুনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দেশের সব স্তরের ছাত্রদল নেতা-কর্মীদের মামুন উর রশিদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘চাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে ছিলেন। এ সময় তারা মামুনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছেন। তাই কেন্দ্রীয় সংগঠন শেষ পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটি প্যানেল ঘোষণা করেছি; কিন্তু প্যানেলের বাইরে গিয়ে তাঁর অবস্থান লক্ষ্য করা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

অন্যদিকে বহিষ্কার হওয়া মোহাম্মদ মামুন উর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদে থাকলেও তাঁর কোনো মতামত নেওয়া হতো না। অনেক আগেই তিনি কমিটি থেকে সরে যেতে চেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে প্যানেলের বাইরের কাউকে সমর্থন করার অভিযোগ সত্য নয়।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে দাবি করে মোহাম্মদ মামুন উর রশিদ আরও বলেন, প্যানেল ঘোষণা করার সময় তাঁর কোনো মতামত নেওয়া হয়নি। ছাত্রদলের অনেক নেতা প্যানেলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

২০২৩ সালে কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত আংশিক কমিটির অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করছে। ওই কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া মামুন উর রশিদ জ্যেষ্ঠ সহসভাপতি, মো. ইয়াসিন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন