প্রতিনিধি নাটোর
![]() |
রেললাইনের নিরাপত্তা বজায় রাখতে সোমবার রাতে নাটোরের মাধনগর রেলস্টেশনের পাশে টহল দেন রেলপুলিশের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা দেওয়ার ঘটনার পর দুর্ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষ ওই অংশ পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার সারা রাত নিরাপত্তারক্ষীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রেলপথ পাহারা দিয়েছেন। স্থানীয় জনগণও ছিলেন সতর্ক অবস্থানে।
গত রোববার রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের পাশে দুর্বৃত্তরা রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখে। স্থানীয় পথচারীরা বিষয়টি দেখার পর তাৎক্ষণিক মাধনগর স্টেশন কর্মকর্তাকে জানান। সেখানকার কি-ম্যান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ওই লাইনে আগত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধের উদ্যোগ নেন। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
নাটোর, নলডাঙ্গা, মাধনগর ও আব্দুলপুর রেলস্টেশনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাধনগরে রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দেওয়ার ঘটনার পর গতকাল দুপুরে রেলপথ মন্ত্রণালয় থেকে নিরাপত্তা রক্ষায় সর্বসাধারণের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়। এ ছাড়া রেলের নিরাপত্তারক্ষীদেরও রেলপথ পাহারা দিতে সতর্ক করা হয়। নির্দেশনা মেনে রেলপথরক্ষীরা গতকাল সন্ধ্যার পর থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে হেঁটে রেলপথে ঘোরাঘুরি করেন।
রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা (জনসংযোগ কর্মকর্তা) রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত চিঠির শিরোনাম ছিল ‘দুর্ঘটনা প্রতিরোধ সর্বসাধারণকে সহযোগিতার আহ্বান রেল কর্তৃপক্ষের’। ওই চিঠিতে বলা হয়, ৩ আগস্ট দিবাগত রাতে নাটোরের কাছে মাধনগরে রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রাখা ছিল, যেন চলমান ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। রেলপথে দুর্ঘটনার জন্য কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৎপরতা আছে, যা নাশকতার পর্যায়ে পড়ে।
মাধনগরের বাসিন্দা ফজলে রাব্বী বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে রেলের নিরাপত্তারক্ষীরা নির্ধারিত পোশাক পরে দুজন করে রেলপথ ধরে হেঁটে সারা রাত পাহারা দিয়েছেন। এ ছাড়া রেললাইনের পাশের বাড়িঘরের লোকজন রাত জেগে এ কাজে সহযোগিতা করেছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান আজ মঙ্গলবার এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।