[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুয়াকাটা সৈকতে ভেসে এল ট্রলারডুবিতে নিখোঁজ জেলের মরদেহ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কলাপাড়া

কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার করা লাশ | ছবি: পদ্মা ট্রিবিউন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে নজরুল ইসলাম হাওলাদারের (৬০) মরদেহ। আজ শুক্রবার সকালে সৈকতের মিরাবাড়ি স্পটে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া নজরুল ইসলাম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল আটটার দিকে জোয়ারে কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি স্পটে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে খোঁজ পেয়ে নজরুল ইসলামের ছেলে নাসির হাওলাদার এসে মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

নাসির হাওলাদার বলেন, ‘আমার বাবা নজরুল ইসলাম হাওলাদার গত শুক্রবার ট্রলারডুবিতে নিখোঁজ হন। তাঁরা একটি মাছ ধরার ট্রলারে ১৫ জন জেলে ছিলেন। ৮৪ ঘণ্টা পর ১০ জন জেলে উদ্ধার হন। ওই ট্রলারের আরও পাঁচজন জেলে নিখোঁজ ছিলেন। যার মধ্যে আমার বাবাও ছিলেন। আজ সকালের জোয়ারে বাবার মরদেহ ভেসে এসেছে।’

কুয়াকাটা নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন