{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

নুরুল হকের অবস্থা স্থিতিশীল রয়েছে: ঢামেক পরিচালক

প্রকাশঃ
অ+ অ-

নুরুল হকের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাচ্ছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান | ছবি: পদ্মা ট্রিবিউন  

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নুরুল হকের নাকের হাড় ভেঙে গেছে, ডান চোখের ওপরে আঘাত রয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান ব্রিগেডিয়ার মো. আসাদুজ্জামান। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। আহত নুরুল হককে এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আজ বলেন, আহত নুরুল হকের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে, ডান চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে।

গণ অধিকার পরিষদ বলেছে, শুক্রবার সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতা-কর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী তা উপেক্ষা করে মব–সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশালমিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।

জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন