নিজস্ব প্রতিবেদক ঢাকা

এবি যুব পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু | ছবি: এবি পার্টির সৌজন্যে

বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে, তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ‍্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে।

শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রীতি সম্মেলনে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। দলটির যুব সংগঠন আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মজিবুর রহমান বলেন, ‘আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে। এই বিপ্লবে ছাত্র-জনতা-শ্রমিকসহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি। আবু সাঈদের মৃত্যু জাতিকে জাগিয়ে তোলে—এটি বিবেকের বিপ্লব ছিল।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইতিহাস বলে, গণ–অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদীরা আর ফিরে আসতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মাত্র এক বছরের ব্যবধানে অনেকে আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে। মজলুম থেকে হয়ে উঠছে জালিম।’

মজিবুর রহমান বলেন, ‘হাসিনার দুঃশাসন আমাদের শিক্ষা দেয়নি। আজ ধর্মভিত্তিক দলগুলো যেভাবে অহংকার করছে, তা জনগণ পছন্দ করছে না। ক্ষমতার চক্রটি একধরনের “চাঁদাবাজি পদ্ধতি” তৈরি করেছে। এ ব্যবস্থাকে ভাঙতেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি।’

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে জনপ্রিয়তার চূড়ায় থাকা ব্যক্তিরাও ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। শেখ মুজিবুর রহমান এর বড় উদাহরণ।

আলোচনা সভায় এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে ও সদস্যসচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে কর্নেল (অব.) দিদারুল আলম, লে কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হাসান, শহীদ ফারদিনের বাবা নুর উদ্দিন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি জাহেদুজ্জামান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আদনান আহমেদ, বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল হক, বাংলাদেশ যুব সংহতির আহ্বায়ক হারুন-অর রশিদ প্রমুখ।