[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হেঁটে আসছিলেন তরুণী, স্ল্যাব উল্টে পড়ে গেলেন নালায়

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ এলাকায় স্ল্যাব উল্টে নালায় পড়ে যান এক তরুণী। এ সময় তাকে উদ্ধারে ছুটে আসেন আশপাশের মানুষজন | ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা উল্টে যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে নালার ভেতরে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিক ছুটে আসেন আশপাশে থাকা লোকজন। তাঁরা দ্রুত উদ্ধার করেন তরুণীকে। তবে নালা থেকে উদ্ধার হওয়া তরুণীকে আতঙ্কিত দেখা যায়।

চট্টগ্রাম নগরের মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে আজ সোমবার বেলা পৌনে তিনটায়। নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই তরুণীর পরিচয় এবং বর্তমানে কী অবস্থায় আছেন, তা পাওয়া যায়নি।

ওই ভিডিওতে দেখা যায়, নালার ওপর যে স্ল্যাব রাখা হয়েছে, তা কংক্রিটের। এ রকম তিনটি স্ল্যাব ছিল। হেঁটে আসার সময় তিনটির মধ্যে একটিতে পা দেন ওই তরুণী। তা সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতেই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের বিপণিবিতান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত ছুটে এসে ওই তরুণীকে উদ্ধার করেন। এরপর তরুণী হেঁটে বিপণিবিতানে প্রবেশ করেন। তাঁকে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেছেন বলে জানান সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী। তিনি বলেন, কংক্রিটের স্ল্যাবগুলো ঠিকভাবে বসানো হয়নি বলে ধারণা করছেন তিনি। কোনো কারণে এক পাশ থেকে ‘সাপোর্ট’ সরে যায়। এতে পা রাখতেই তা উল্টে যায়। তরুণী নালার ভেতরে পড়ে যান। পুরো বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান রিফাতুল করিম চৌধুরী।

গত ছয় বছরে চট্টগ্রাম নগরের খাল ও নালায় পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে ২ জন, ২০২৪ সালে ৩, ২০২৩ সালে ৩, ২০২১ সালে ৫ ও ২০২০ সালে ২ জনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ ৯ জুলাই হালিশহরের আনন্দপুর এলাকায় তিন বছর বয়সী হুমায়রার মৃত্যু হয় মায়ের কর্মস্থলের পাশের নালায় পড়ে। এ ছাড়া বিভিন্ন সময়ে উন্মুক্ত নালায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন