প্রতিনিধি কক্সবাজার
![]() |
নাইক্ষ্যংছড়ি সীমান্ত | ফাইল ছবি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমার সীমান্তসংলগ্ন নিকুছড়ি এলাকার জঙ্গলে বাঁশকোড়ল (একধরনের সবজি) আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
লাকি সিং নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, ৪২ ও ৪৩ নম্বর পিলারের মাঝামাঝি মিয়ানমারের রাখাইন অংশে বাঁশকোড়ল কুড়াতে গেলে স্থলমাইনে পা দেন তিনি। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দারা লাকি সিংকে উদ্ধারের পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর লাকিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছরের ডিসেম্বর থেকে ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের কিছু এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ওই এলাকায় বিপুলসংখ্যক স্থলমাইন পুঁতে রাখা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত জুলাই মাসে চারটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে একজন কিশোরসহ চারজনের পা বিচ্ছিন্ন হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত সীমান্তের দোছড়ি, ঘুমধুম ও সদর ইউনিয়নে স্থলমাইন বিস্ফোরণে কিশোরসহ অন্তত ১১ জনের পা বিচ্ছিন্ন হয়েছে।