কাপ্তাই হ্রদের পানি বেড়েছে, বিকেলে খুলছে জলকপাট
প্রকাশঃ
প্রতিনিধি রাঙামাটি
![]() |
রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র | ছবি: পদ্মা ট্রিবিউন |
টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত পানি সরাতে আজ সোমবার বিকেল ৩টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, ‘রোববার সন্ধ্যা পর্যন্ত পানির স্তর ১০৭ ফুটে উঠেছে। পানি আরও বাড়তে পারে বলে জলকপাট খুলে পানি ছাড়া হবে।’
এদিকে পানির স্তর বাড়ার প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা বেড়েছে। বর্তমানে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিটই চালু আছে এবং উৎপাদিত হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ। কর্মকর্তাদের মতে, কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।
একটি মন্তব্য পোস্ট করুন