শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষায় সহায়তার টাকা বাড়ানো হবে: উপদেষ্টা সাখাওয়াত
প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
![]()  | 
| শিক্ষা ও চিকিৎসা খাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার, চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস | ছবি: পদ্মা ট্রিবিউন | 
অসুস্থ শ্রমিকদের চিকিৎসা ও তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য সহায়তার টাকা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 'শিক্ষা ও চিকিৎসা খাতে আর্থিক সহায়তার চেক বিতরণ' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন, ‘অনেকে এই ফাউন্ডেশনে খুব কম টাকা দেয়। কিন্তু সবাই যদি নিয়মিত দেয়, তাহলে সহায়তার টাকা আরও বাড়ানো যাবে। আমি চেষ্টা করছি এই সহায়তার সুযোগ কিভাবে আরও বাড়ানো যায়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে দুপুরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন