[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভুটানে বাংলাদেশি নারী ফুটবলারদের ছড়াছড়ি, যোগ দিলেন শিউলি আজিম

প্রকাশঃ
অ+ অ-

 ভুটানের দল পারো এফসিতে যোগ দিয়েছেন দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ডিফেন্ডার | ছবি: শিউলি আজিমের ফেসবুক  থেকে নেওয়া 

ভুটানের ফুটবলে এবার বাংলাদেশের নারী ফুটবলারদের উপস্থিতি আরও বাড়ল। দেশটির ক্লাব পারো এফসিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন শিউলি আজিম। দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই ডিফেন্ডার এবার দেশের বাইরের ক্লাবে অভিজ্ঞতা সংগ্রহ করবেন।

শিউলি নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই খবর জানিয়েছে। দেশ ছাড়ার আগে শুক্রবার তিনি পোস্টে লিখেছেন, 'প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে যাচ্ছি। খেলবো পারো এফসির হয়ে। সবার আশীর্বাদ চাই।' 

এখন পর্যন্ত ভুটানের ক্লাবে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা ১৬ জনে পৌঁছেছে। পারো এফসিতে শিউলি খেলবেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ার সঙ্গে।

থিম্পু সিটি ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা এবং কৃষ্ণা রানী সরকার।

রয়্যাল থিম্পু কলেজ এফসিতে খেলছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। একই ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার এবং মিডফিল্ডার স্বপ্না রানী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন