[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

আমাদের ধারণা, জাপার সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের লোকও সেখানে উপস্থিত ছিল
প্রকাশঃ
অ+ অ-

জাতীয় পার্টির অফিসের সামনে সেনা সদস্যদের সতর্ক অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর কাকরাইলে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যা ৭টার দিকে উত্তেজনা কিছুটা থেমে গেলেও এলাকায় তখনো বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছিল।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, 'আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের বিক্ষোভ ছিল। পল্টন থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম। জাপার কার্যালয় পার হওয়ার সময় হঠাৎ পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। তখন জাপার অফিসের সামনে তিন-চার শ জন ছিল। আমাদের ধারণা, জাপার সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের লোকও সেখানে উপস্থিত ছিল।' 

তিনি আরও জানান, 'এ ঘটনায় তাঁদের অন্তত ১০–১৫ জন আহত হয়েছেন। অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।'

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম অভিযোগ করে বলেন, 'আজকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সব অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণের সভা চলছিল। সেই সময় নুরুল হকের দল মিছিল নিয়ে এসে আমাদের কার্যালয়ে হামলা চালায়। আমরা প্রতিরোধ করেছি। এতে আমাদের ১০–১২ জন কর্মী আহত হয়েছেন। একজনের চোখে গুরুতর সমস্যা হয়েছে, তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আমি নিজেও আঘাত পেয়েছি।' 

শুক্রবার সন্ধ্যায় সেখানে চলে ঢিল ছোড়াছুড়ি  | ছবি: পদ্মা ট্রিবিউন   

তিনি আরও বলেন, 'ঘটনার বিস্তারিত তুলে ধরতে রাত সাড়ে আটটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করা হবে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, 'সংঘর্ষকালে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।'

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপা কার্যালয় থেকে নেতা–কর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন