মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও
বাড়ির উঠানে তারের ওপর কাপড় দিতে গিয়ে বিদ্যুতায়িত মাকে বাঁচাতে গিয়েছিল ছেলেটি; পরে দুজনেরই প্রাণ যায়।
প্রকাশঃ
![]() |
বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির উঠানে বিদ্যুতের তারের ওপর কাপড় শুকাতে এক নারীর সঙ্গে তার ছেলেরও প্রাণ গেছে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার বড়চক দৌলতপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন দৌলতপুরের মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও ছেলে মুজাহিদ হোসেন (১০)।
স্থানীয়দের বরাতে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, 'তারের ওপর কাপড় দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মুর্শিদা। সেসময় ছেলে মুজাহিদ তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
একটি মন্তব্য পোস্ট করুন