[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে বীর মুক্তিযোদ্ধা নাসিম আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

পাবনার ঈশ্বরদী থানায় পুলিশের হেফাজতে আটক বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহীদুজ্জামান নাসিম | ছবি: পদ্মা ট্রিবিউন 

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এক বীর মুক্তিযোদ্ধাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম আ ত ম শহীদুজ্জামান নাসিম। আদালতে হাজির করা হলে হাজতে পাঠানোর আদেশ দেন। 

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাতের দিকে উপজেলা শহরের বেলতলা এলাকা থেকে নাসিমকে আটক করা হয়।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জেলা সাক্ষী সুরক্ষা কমিটির সদস্য এবং একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের মামলার প্রধান সাক্ষী। নাসিম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও। 

ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুন নুর বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার তদন্তে নাসিম জড়িত ছিল বলে প্রমাণ মিলে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন