[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নবীগঞ্জে ১৭ বছর উপজেলা বিএনপি সম্মেলন, সরাসরি ভোটে নেতা নির্বাচিত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি হবিগঞ্জ

সৈয়দ মতিউর রহমান ও মজিদুর রহমান | ছবি: সংগৃহীত

১৭ বছর পর সরাসরি ভোটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল রোববার রাতে ভোট গণনা শেষে সৈয়দ মতিউর রহমানকে সভাপতি ও মজিদুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এতদিন নবীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে রোববার স্থানীয় সোনার বাংলা হাইস্কুল মাঠে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সম্পাদকসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮০৪ জন ভোট দেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাত ১১টার দিকে ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন বৈয়ত উল্লাহ, তিনি পেয়েছেন ৪৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মজিদুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাহিদ তালুকদার, পেয়েছেন ২৪৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অলিউর রহমান, তাঁর প্রাপ্ত ভোট ৪০৭।

কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাখাওয়াত হাসান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজিদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর নেতা-কর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন