প্রতিনিধি পাবনা
![]() |
আবির হাসান শৈশব | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনার ঈশ্বরদী পৌর শাখার সভাপতি আবির হাসান শৈশব (২৭) কাতারে পালানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
শৈশব উপজেলা সদরের পিয়ারাখালী জামতলা মহল্লার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের ছেলে। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কেন্দ্রে থেকে ধরা পড়ে।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট শহরে যুবদল কর্মী নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এই ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০–৯০ জনকে আসামি করেন। শৈশবও ওই মামলার একজন আসামি ছিলেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, 'ঈশ্বরদীতে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম আদালতের নির্দেশে ইমিগ্রেশনে পাঠানো হয়েছিল। শৈশব বিমানবন্দরে পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়।'
থানার ওসি আ ফ ম আব্দুর নূর বলেন, 'শৈশব ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় এজাহারে ১০ নম্বর আসামি ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।'