{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

শ্রীপুরে ২ মাস ২৩ দিন পর কবর থেকে তোলা হলো বৃদ্ধের লাশ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শ্রীপুর

গাজীপুরের শ্রীপুরে আদালতের নির্দেশে ২ মাস ২৩ দিন পর কবর থেকে তোলা হয়েছে এক বৃদ্ধের লাশ। রোববার বেলা ১১টায় বারতোপা গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন 

গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে মফিজ উদ্দিন (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। রোববার সকাল থেকে মরদেহ তোলার কাজ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল সেখানে উপস্থিত ছিলেন।

মৃত মফিজ উদ্দিন বারতোপা গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্র জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ১১ মে সকালে বাড়ির পাশে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান মফিজ উদ্দিন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

মামলাটির বাদী মফিজ উদ্দিনের পুত্রবধূ পারভিন আক্তার। ওই মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। বৃদ্ধের মৃত্যুর সময় ময়নাতদন্ত করা হয়নি। মামলার পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মফিজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন মুঠোফোনে বলেন, ‘আদালতের নির্দেশে আমার বাবার লাশ কবর থেকে তোলা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন