প্রতিনিধি পিরোজপুর
![]() |
সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন | ছবি: পদ্মা ট্রিবিউন |
সরকার পাল্টে যাওয়ার পর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বেশিরভাগ স্কুল-অফিস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়েছে। তবে ব্যতিক্রম সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার দেয়ালে এখনো টাঙানো রয়েছে বঙ্গবন্ধুর ছবি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশই হতো না। তাই আমি কোনোভাবেই তাঁর ছবি সরাতে পারি না।’
তিনি আরও বলেন, ‘যদি কেউ ছবিটি সরাতে চায়, তাহলে তাকে নিজেই এসে সরাতে হবে। আমার মাধ্যমে এই কাজ হবে না।’
এই ঘটনায় এলাকায় নানা ধরনের কথা ছড়িয়েছে। কেউ এই অবস্থানকে সাহসী বললেও, কেউ মনে করছেন—এটা ঠিক হচ্ছে না। তাঁদের ভাষ্য, চারপাশে যখন সব জায়গা থেকে ছবি নামানো হয়েছে, তখন এই একক অবস্থান ইচ্ছাকৃত বার্তা দিচ্ছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন দেশের জনগণের ওপর দমন–পীড়ন চালিয়েছে। সে সরকারের প্রধান শেখ হাসিনাকে যারা সমর্থন করে, তাদের অবস্থান স্পষ্ট। কাজেই তাঁর পিতার ছবি বিদ্যালয়ে রেখে দেওয়ার পক্ষে কোনো যুক্তি নেই।’
এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, ‘সরকারিভাবে ছবি সরানোর কোনো লিখিত নির্দেশনা আমাদের কাছে নেই। তবু উপজেলায় প্রায় সব বিদ্যালয় থেকেই ছবি নামিয়ে ফেলা হয়েছে। ওই বিদ্যালয়ে এখনো কেন বঙ্গবন্ধুর ছবি রয়েছে, তা প্রধান শিক্ষিকার কাছ থেকে জানতে চাওয়া হবে।’