প্রতিনিধি রাঙামাটি
![]() |
টানা বৃষ্টির কারণে পানি বেড়েছে কাপ্তাই হ্রদের। এ কারণে খুলে দেওয়া হচ্ছে বাঁধের সবগুলো গেট | ছবি: পদ্মা ট্রিবিউন |
টানা বৃষ্টি ও উজানে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। ইতিমধ্যে পানি কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এ কারণে হ্রদের পানি ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় হ্রদের ১৬টি গেটের সব কটি খুলে দেওয়া হবে। প্রতি গেট থেকে ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে পানি।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় পানি ১ ফুট মেইন সি লেভেল (এমএসএল) বেড়ে কাপ্তাই বাঁধের বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট বেড়ে যায়। কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের বিপৎসীমা ১০৮ ফুট। আর বাঁধের ধারণক্ষমতা ১০৯ ফুট বলে জানায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। আগামীকাল ৯টার দিকে ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় মনিটরিং কমিটির জরুরি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে হ্রদের পানি ছেড়ে দেওয়া হবে।