[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাংবাদিকের ৩ দিনের রিমান্ড

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রংপুর

গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান | ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন শাখার গঙ্গাচড়া থানার জিআরও ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন। হাবিবুর রহমান সদর উপজেলার গ্রামের গোকুলপুর চওড়াপাড়ার বাসিন্দা ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক।

আদালত সূত্রে জানা গেছে, হাবিবুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, হাবিবুরকে সেনাবাহিনী আটক করে গত শনিবার রাত সাতটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করে। উপজেলার আলদাদপুরের ভাঙচুরের ঘটনায় তাঁর সম্পৃক্ততার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। পরে এক ভুক্তভোগীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন