নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ পথে পড়ে থাকা ফুলের তোড়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আজ শুক্রবার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সতর্কতা অবলম্বন করেছেন।
সরেজমিন দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করা হয়েছে। কেবল গণমাধ্যমকর্মীরা ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছেন। বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্য সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন।
সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে আসা হালিমা নামে এক নারীকে প্রবেশে বাধা দেন পুলিশ। হালিমা নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে পুলিশ দ্রুত তাকে রিকশায় তুলে এলাকা ত্যাগে সহায়তা করে।
![]() |
শোক জানাতে আসা কাউকেই ধানমন্ডি ৩২ এ ঢুকতে দেওয়া হয়নি | ছবি: পদ্মা ট্রিবিউন |
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই অন্তত ১৫ জন শ্রদ্ধা জানাতে আসেন, কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
সকালের পরিদর্শনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরে আসা কয়েকজন ব্যক্তি শোক জানাচ্ছেন। তবে স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর রোষানলে পড়ায় পুলিশ তাদের সরিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল থেকে প্রবেশপথে সন্দেহভাজন অন্তত সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে কেউ কেউ ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন, কেউ কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন। পুলিশের মতে, নিষিদ্ধ রাজনৈতিক ও ছাত্র সংগঠন যাতে প্রবেশ করতে না পারে সে জন্য কঠোর সতর্কতা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টার মধ্যে বিএনপির নেতাকর্মীরা ৩২ নম্বর এলাকা থেকে চার জনকে আওয়ামী লীগ সন্দেহে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তারা বিএনপির বিভিন্ন স্লোগান দেন।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, 'কেউ যাতে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।'