[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টাঙ্গুয়ার হাওর থেকে ২০ হাজার মিটার জাল ও ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ

প্রকাশঃ
অ+ অ-

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জব্দ করা জাল ও চাঁই পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। রোববার দুপুরে হাওরের মানিকখিলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ২০ হাজার মিটার জাল ও ২ হাজার প্লাস্টিকের চাঁই জব্দ করা হয়েছে। রোববার হাওরের মানিকখিলা এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত থেকে দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল ও চাঁই জব্দ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম জানান, জব্দ করা চাঁই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও বলেন, টাঙ্গুয়ার হাওর সংরক্ষিত এলাকা। এখানে মাছ ধরা নিষেধ। টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। হাওর এবং হাওরের সম্পদের ক্ষতি হয় এখানে এমন কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

প্রশাসনের তথ্যমতে, সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় এই হাওরের অবস্থান। হাওরের আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। হাওরে ছোট–বড় ১০৯টি বিল আছে। ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করে সরকার। এতে ইজারাদারির অবসান হয়।

২০০০ সালের ২০ জানুয়ারি ‘রামসার সাইট’ বা বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। ২০০১ সালের ১২ ফেব্রুয়ারি হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভূমি মন্ত্রণালয় হাওরটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ন্যস্ত করে। বিষয়টি নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে তখন একটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়। এরপর ২০০৩ সালের ৯ নভেম্বর জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরের নিয়ন্ত্রণ নেয়।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন