নর্থইস্ট নিউজ জানায়, মার্কিন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নেপালের কাঠমান্ডুতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক এরিক মেয়ারের সঙ্গে দেখা করেছেন। মেয়ার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন নীতি বাস্তবায়নের দায়িত্বে আছেন।
ভারতের সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজ জানায়, ১৭ আগস্ট সকালে কাঠমান্ডুর একটি পাঁচতারকা হোটেলে তাঁদের প্রাতঃরাশ বৈঠক হয়। খবরটি প্রকাশিত হয়েছে ২০ আগস্ট। বৈঠক চলে দুই ঘণ্টারও বেশি সময়। পরে আরও একটি আলাপ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এর আগে সেদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭১ ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছান ডা. জারা। নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সফরটি ছিল গোপনীয় এবং তা হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে।
ওই ফ্লাইটেই ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তাঁরা সবাই হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানদের সম্মেলনে যোগ দেন। সেখানে আলোচনার মূল বিষয় ছিল—‘জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি ও সংসদ সদস্যদের ভূমিকা’।
নর্থইস্ট নিউজ লিখেছে, 'বাংলাদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলার সময় এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। এর কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন।'
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মেয়ার হয়তো বৈঠকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন।'

একটি মন্তব্য পোস্ট করুন