প্রতিনিধি বিরামপুর
![]() |
শেখ রাজু আহমেদ | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক নেতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
জামায়াতের দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি আবদুর রহমানের কাছে সহযোগী সদস্য ফরম জমা দেন শেখ রাজু। তিনি দীর্ঘদিন ঘোড়াঘাট উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন। তবে গত বছর জুলাই-আগস্টের আন্দোলনের পর রাজনীতির পালাবদলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন। এরপর গত ২৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ঘোড়াঘাট উপজেলা জাপার সভাপতি আরিফুজ্জামান রানার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
জামায়াতে যোগদানের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে শেখ রাজু লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করে নিজেকে গর্বিত করলাম। দোয়া করবেন সকলে।’
এ বিষয়ে শেখ রাজু আহমেদ বলেন, ‘জাতীয় পার্টি এখন স্বাধীনভাবে চলতে পারছে না। জি এম কাদের সাহেব যে কাজ করছেন, তা আগের জাপা নয়। জামায়াতের কার্যক্রম ও সংগঠন ভালো লেগেছে। আমি কোনো পদ-পদবি চাইনি, শুধু সহযোগী সদস্য হিসেবে আছি। বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রতি আগে থেকেই অনীহা ছিল। তাদের রাজনীতি আমার পছন্দ নয়। আমি আমার বন্ধু জামায়াত নেতা আবদুর রহমানের মাধ্যমে দলে যোগ দিয়েছি।’
জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা বলেন, শেখ রাজু আহমেদ সদস্য হয়েছেন, এটা সত্য; কিন্তু কীভাবে সদস্য হয়েছেন, তা তাঁর জানা নেই। জাতীয় পার্টির থানা পর্যায়ের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার এভাবে জামায়াতে যোগদানের সুযোগ নেই।