নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন |
মালয়েশিয়ায় ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার ও তিনজনকে ফেরত পাঠানো হলেও দেশে এখন জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, 'বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গিবাদ নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে।'
রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসির হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'গত ১০ মাসে কেউ কোনো তথ্য দিতে পারেনি যে, দেশে জঙ্গিবাদ আছে। আগে যখন জঙ্গি ছিল, তখন তথ্য দিয়েছিলেন। এখন যখন নেই, তখন তো কোনো তথ্যই আসছে না।'
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাঁরা ফেরত এসেছেন, তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মালয়েশিয়া যাঁদের বিষয়ে অভিযোগ করেছে, সে ব্যাপারে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগ চলছে। আমরা তদন্ত করে দেখছি।'
তিনি আরও বলেন, 'মালয়েশিয়ার পুলিশপ্রধান কী বলেছেন, তা আমরা জানি না। এখন পর্যন্ত এ নিয়ে আমাদের কাছে কোনো সরকারি বার্তা আসেনি। তবে যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের বাংলাদেশে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই বলেই আমাদের জানা।'