প্রতিনিধি রাজশাহী
![]() |
ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন রুয়েটের শিক্ষার্থীরা। আজ দুপুরে রাজশাহী বিএমডিএ কার্যালয়ের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে আজ সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করেন তাঁরা। পরে বেলা দেড়টার দিকে তাঁরা কর্মসূচি শেষ করেন।
এর আগে শিক্ষার্থীরা রুয়েট থেকে বাসে করে দুপুর পৌনে ১২টার দিকে নগরের বর্ণালি মোড়ে বিএমডিএ ভবনের সামনে জড়ো হন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল করেন এবং স্লোগান দেন। এ সময় তিন শিক্ষার্থী বক্তব্য দেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সহকারী ইঞ্জিনিয়ার (সপ্তম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশনাল কোটা থাকবে না; উপসহকারী ইঞ্জিনিয়ার (অষ্টম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে; বর্তমানে বিএমডিএতে সহকারী ইঞ্জিনিয়ার পদে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং ওই পদগুলোতে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে।
রুয়েট শিক্ষার্থী মেহরান আল বান্না বলেন, ১৭ বছর ধরে বিএমডিএতে কোনো ধরনের নিয়োগ হয়নি। এই প্রতিষ্ঠানে নিচের কর্মকর্তাদের ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব দিয়ে ওপরের দিকে প্রমোশন দেওয়া হয়েছে। এখন তাঁরা এই পদগুলো স্থায়ী করতে চাইছেন। এ ধরনের প্রমোশন বন্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। যাঁরা ওপরের ওই পদগুলো দখল করে আছেন, তাঁদের আগের পদে নামিয়ে দিতে হবে।
এ বিষয়ে বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা কিছু বিষয় নিয়ে এসেছিলেন। এগুলো গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
রুয়েট শিক্ষার্থীরা এর আগে ২০ জুলাই একই দাবি নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) সামনে বিক্ষোভ কর্মসূচি করেন।