পদ্মা ট্রিবিউন ডেস্ক

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন অস্ট্রেলিয়ার কারিগরি প্রতিষ্ঠান মিহেলথঅমিক্সের চেয়ারম্যান পল মেইনওয়ারিং। আজ রোববার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে  | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ক্যানসার নির্ণয়ে বায়োমলিকুলার জেনেটিক ল্যাব চালু হয়েছে।

টিএমএসএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, দেশে অন্য কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে জেনেটিক ল্যাব নেই। এই ল্যাব চালুর মাধ্যমে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবার দ্বার উন্মোচিত হলো। সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে স্বল্প খরচে এ ল্যাবে ক্যানসার নির্ণয় করা যাবে।

বগুড়া শহরের ঠেঙ্গামারায় এক হাজার শয্যার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই ল্যাব পরিচালিত হচ্ছে ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং’ প্রযুক্তিতে, যা ক্যানসার নির্ণয়ে বিশ্বের সর্বাধুনিক জিনভিত্তিক প্রযুক্তি হিসেবে বিবেচিত।

বায়োমলিকুলার জেনেটিক ল্যাবের নানা দিক তুলে ধরতে আজ রোববার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বায়োমলিকুলার জেনেটিক ল্যাব সেবা দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী উদ্যোগ, যা ক্যানসার শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করবে। এর ফলে বিদেশে ব্যয়বহুল জেনেটিক পরীক্ষা করার অর্থ সাশ্রয় হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে বছরে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত। যাঁদের বড় অংশ অর্থনৈতিকভাবে সক্ষমতা না থাকায় ব্যয়বহুল চিকিৎসা থেকে বঞ্চিত হন। অন্যরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। এ ছাড়া জেনেটিক ক্যানসার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ৫-১০ শতাংশ ক্যানসার বংশগত মিউটেশনের কারণে হয়। জিনগত পরিবর্তনে স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ায়, যা প্রাথমিক স্ক্রিনিং ও জিনেটিক টেস্টিংয়ের মাধ্যমে শনাক্ত করা গেলে প্রতিরোধযোগ্য।

সংবাদ সম্মেলনে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, উপনির্বাহী পরিচালক মো. মতিউর রহমান, অস্ট্রেলিয়ার কারিগরি প্রতিষ্ঠান মিহেলথঅমিক্সের চেয়ারম্যান ও সিইও পল মেইনওয়ারিং, কারিগরি প্রতিষ্ঠান জিং-টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক শহীদ, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা আইএসওর পরিদর্শক প্যাট্রিক মাতেটা, আইএসওর মেডিকেল ল্যাব পরিদর্শক শিলা উডকক, বায়োমলিকুলার ল্যাবের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক ফরহাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।